Tuesday, January 31

কানাইঘাটে নবাগত ইউএনও'র সাথে প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সাথে তাঁর কার্যালয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি রেজি নং (৯৬)/৯৩) এর কানাইঘাট শাখার নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সময় নবাগত নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম শিক্ষক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মূল ভিত্তি হচ্ছে প্রাথমিক শিক্ষা। এজন্য যাতে করে কোন কোমলমতী শিশু প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং সরকারের নেওয়া শতভাগ প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের অবিভাবকের দ্বায়িত্ব পালনের আহবান জানান। কানাইঘাটের একটি শিশুও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিটি স্কুল পরিদর্শন, স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, অবিভাবক ও শিক্ষকদের নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম। সাক্ষাতের সময় উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির কানাইঘাট শাখার সভাপতি মোঃ নুরুজ্জামান, সিনিয়র সভাপতি আওলাদ হোসেন, সহ সভাপতি আব্দুল মতিন, লায়লা বেগম, সাধারণ সম্পাদক আহমদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, দপ্তর সম্পাদক বশিরুল হক, শিক্ষক নেতা হারুনুর রশিদ, প্রতাপ চন্দ্র দাশ, সিরিয়া বেগম চৌধুরী, আব্দুল কাহির, আব্দুর রহিম, কামাল আহমদ, খালেদা বেগম ছাড়াও শিক্ষকদের সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ। শিক্ষক নেতৃবৃন্দ প্রাথমিক শিক্ষা অফিসের সকল শূন্য পদ পূরণ ও প্রাথমিক শিক্ষা অফিসারের পদ পূরণ এবং উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের শূন্য পদে শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরলে নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, আপনারা উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করে যান। আমাদের সহযোগিতা শিক্ষক সমাজের জন্য সব সময় অব্যাহত থাকবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়