Sunday, January 1

মৌলভীবাজারে ছেলের হাতে মা খুন


কানাইঘাট নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে চা বাগানে ছেলের হাতে মা খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক কারেছে স্থানীয়রা। রোববার দুপুর ২ টার দিকে শমমেরনগর চা বাগানের রবিদাস টিলা বস্তিতে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জের ধরে চন্দন রবিদাস এর (২২) তার মা ফুল কুমারী রবিদাস (৫০) এর দুপুরে তর্কবিতর্ক হলে এক পর্যায়ে মায়ের বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যান মা।পরে এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) সৈয়দ নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়