Tuesday, January 10

কানাইঘাটে অগ্নিদগ্ধ নববধূ সামিয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে স্বামীর বাড়ীতে রান্না ঘরে অগ্নি দগ্ধ নব বিবাহিতা সামিয়া বেগম (২০) ১ মাস ১৩দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার রাতে মারা গেছেন। তার লাশ নিজ বাড়ীতে আজ রাতে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানা যায়, উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির বড়দেশ উত্তর গ্রামের শাহনেওয়াজের স্ত্রী ও ঝিঙ্গাবাড়ী ইউপির নিজ দলইকান্দি গ্রামের আব্দুর রহমানের মেয়ে সামিয়া বেগম গত ২৬ নভেম্বর সকাল বেলায় স্বামীর বসতবাড়ীর রান্না ঘরে তরকারী পাক করার সময় রান্না ঘরের মাটির চুলার উপরে রাখা গ্যাস লাইট বিষ্ফোরিত হয়ে অগ্নিদগ্ধ হন। পরে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় স্বামীর বাড়ীর লোকজন সাথে সাথে সিলেট এমএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রাগীব রাবেয়া হাসপাতালে ভর্তি করার একসপ্তাহ পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান গুরুতর অগ্নিদগ্ধ সামিয়া বেগম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়