Wednesday, January 11

আফগানিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জাতিসংঘের

আফগানিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জাতিসংঘের

কানাইঘাট নিউজ ডেস্ক: জাতিসংঘ মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম নগরী কান্দাহারে চালানো সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার সকালে কাবুলে দু’টি আত্মঘাতী বোমা হামলায় ২৮ জন নিহত ও আরো অনেকে আহত হয়। তালেবান জঙ্গি গ্রুপ এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে।

এছাড়াও মঙ্গলবার কান্দাহারের প্রাদেশিক গভর্ণরের বাসভবনে দু’টি বোমা হামলা চালানো হয়। এ হামলায় আহতদের মধ্যে আফগানিস্তানে সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত এবং কান্দাহারের গভর্ণরও রয়েছেন।

জাতিসংঘের এক বিবৃতিতে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, ‘কূটনৈতিক দূতসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে নির্বিচার হামলা মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। ফলে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না।’

বিবৃতিতে আরো বলা হয়, এঘটনায় জাতিসংঘ আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের জনগণ ও সরকারের সাথে সংহতি প্রকাশ করে। তারা এসব হামলার ঘটনায় জড়িতদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর আহবান জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়