Monday, January 2

গাঁজা উদ্ধার করতে গিয়ে রোশানলের স্বীকার কানাইঘাট থানার এস.আই রবিউল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানা পুলিশের এস.আই রবিউল ইসলাম সোমবার দুপুরের দিকে কানাইঘাট গাছবাড়ী বাজার চৌমোহনী এলাকা থেকে গাঁজা ধরতে গিয়ে স্থানীয় জনতার রোশানলে পড়লে থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে ওসি (তদন্ত) ঘটনাস্থলে যাওয়ার পূর্বে ইউপি সদস্য শরিফ উদ্দিন ও স্থানীয় এলাকার গণ্যমাণ্য  ব্যক্তিবর্গ স্থানীয় জনতাকে বুঝিয়ে এস.আই রবিউলকে একটি দোকান ঘরে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করেন। জানা যায়, এস.আই রবিউল সোমবার দুপুর অনুমান ১২টার দিকে গাছবাড়ীর চৌমোহনীর পান দোকানদার স্থানীয় খাসেরমাটি গ্রামের নছির উদ্দিনের পুত্র হারুন রশিদ (২২) কে গাঁজা বিক্রির অপরাধে তার পানের সোকেস তল্লাশী করতে থাকেন। একপর্যায়ে সেখানে এলাকার বিপুল সংখ্যক লোকজন জড়ো হয়ে পান বিক্রেতা হারুন রশিদ ভালো ছেলে সে কোন ধরনের গাঁজ বিক্রির সাথে জড়িত নয় এস.আই রবিউলকে বলেন। তল্লাশীর সময় এস.আই রবিউলের ফোনে একজন কথা বলে জানায় পান বিক্রেতা হারুন রশিদের সোকেসের উপরের চালায় গাঁজা রয়েছে। সেখান থেকে রবিউল গাঁজা উদ্ধার করে হারুন রশিদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসতে চাইলে উপস্থিত লোকজন তাকে বাঁধা প্রদান করেন। একপর্যায়ে হারুন রশিদ গাঁজা বিক্রির সাথে জড়িত, তাকে ফাসানো হয়েছে দাবী করে পুলিশের কাছ থেকে হারুন রশিদকে লোকজন ছিনিয়ে নিয়ে যায় এবং এস.আই রবিউলের উপরে লোকজন চড়াও হলে তিনি একটি দোকানে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে স্থানীয় ইউপি সদস্য শরিফ উদ্দিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে ওসি (তদন্ত) কামাল উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে এস.আই রবিউলকে উদ্ধার করে নিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকার লোকজন জানিয়েছেন, পান বিক্রেতা হারুনুর রশিদকে গাঁজা দিয়ে ফাসানোর জন্য একটি চক্র তার সোকেসের চালায় গাঁজা রেখেছিল। এ ব্যাপারে ওসি (তদন্ত) কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, থানার এস.আই রবিউল মাদক দ্রব্য আটক করতে গিয়ে গাছবাড়ী চৌমোহনীতে কিছু লোকজনের বাঁধার স্বীকার হন। আমি ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার এবং এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে জয়নাল আহমদ নামে এক যুবককে আটক করেছি। উদ্ধার হওয়া গাঁজার মালিককে সনাক্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়