নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃ ইউনিয়ন ফুটবল লীগের সেমিফাইনাল খেলার ফিকশ্চার চুড়ান্ত করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্রীড়া সংস্থার এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দের উপস্থিতিতে সেমিফাইনাল খেলার সময় নির্ধারণ করা হয়। আগামী ২৬ জানুয়ারী কানাইঘাট পৌরসভা ফুটবল দল বনাম ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি ফুটবল দল এবং আগামী ২৮ জানুয়ারি ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম বনাম ৮নং ঝিংগাবাড়ী ইউপি ফুটবল দলের মধ্যে উপজেলা স্টেডিয়ামে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত সেমিফাইনাল খেলায় বিকেল ২টার মধ্যে মাঠে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও ফুটবল টিম ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে। খেলা ৩টার সময় শুরু হবে। ৩য় নির্ধারণী খেলা আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিত হবে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক লুৎফুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ৪নং সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বাণীগ্রাম ইউ'পি চেয়ারম্যান মাসুদ আহমদ,পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ শরিফ উদ্দিন, পৌর কাউন্সিলার তাজ উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, সাংবাদিক নিজাম উদ্দিন, ইকবাল হোসেন, রোটা: ইকবাল হোসেন, জসিম উদ্দিন
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়