Monday, January 23

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীতে সোমবার মাটি চাপা পড়ে সুহেল আহমদ (২৫) নামে এক পাথর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত এ পাথর শ্রমিকের বাড়ী সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলার মাজেরটেক গ্রামে। তার পিতার নাম আবুল কাশেম বলে কানাইঘাট থানা পুলিশ সূত্রে জানা গেছে। জানা যায়, সোমাবার সকাল সাড়ে ১০টার দিকে লোভাছড়া পাথর কোয়ারীর একটি গর্ত থেকে সুহেল আহমদ সহ কয়েকজন পাথর উত্তোলন করছিলেন। এ সময় গর্তের পাড় ধসে পড়ে সুহেল আহমদ গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে পথিমধ্যে সে মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা পাথর শ্রমিক সুহেল আহমদকে মৃত ঘোষণা করেন। এদিকে পাথর কোয়ারীতে মাটি চাপা পড়ে নিহত সুহেল আহমদের লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য তার লাশ থানায় রাখা হয়েছে। তার স্বজনরা আসার পর লাশ ময়না তদন্তে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়