নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল লীগের ৮ম দিনের খেলায় দক্ষিণ বানীগ্রাম ইউপি ফুটবল দলের মোকাবেলা করে রাজাগঞ্জ ইউপি ফুটবল দল। সোমবার বিকেল সাড়ে ৩টায় কানাইঘাট স্টেডিয়ামে উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণে পুরো সময় অতিবাহিত হলেও ম্যাচ গোল শুন্য ড্র থাকে । এতে গ্রুপ পর্বে ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ৯নং রাজাগঞ্জ ইউপি ফুটবল দল পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকায় লোভা গ্রুপ থেকে ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি ফুটবল দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের পৃষ্টপোষক প্রবাসী জসীম উদ্দিনসহ ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ রাজাগঞ্জ ইউপি ফুটবল দলের খেলোয়াড় ৭নং জার্সি পরিহিত ফেরদৌসের হাতে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার তুলে দেন। আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির মোকাবেলা করবে ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়