Saturday, January 28

শীতে গলা ব্যথা দূর করবেন যেভাবে

শীতে গলা ব্যথা দূর করবেন যেভাবে
কানাইঘাট নিউজ ডেস্ক: গলা ব্যথা নেই এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এমনও অনেকে রয়েছেন যাদের গলা ব্যাথা লেগেই থাকে।

শীতকালে ঠাণ্ডার কারণে অনেকের গলা ব্যথা বা টনসিলের সমস্যা হয়।

অনেক সময় গলা ব্যথা সহ্য করতে না পেরে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তারপর আর কি হাই-এন্টিবায়েটিক খেতে হয়।

তবে এর সমাধান আপনার হাতের নাগালেই.....জেনে নিন কয়েকটি উপায়।

১. মেন্থল:
মেন্থলে পিপারমেন্ট অয়েল আছে, যা স্প্রে করলে গলা ব্যথা  কমে যায়। পিপারমেন্টের অ্যান্টি-ইনফ্লামেটরি, অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ভাইরাল উপাদান গলা ফোলা কমতেও সাহায্য করে।

২. লবণ পানির কুলি:
এক কাপ হালকা গরম পানি নিন, এতে আধা চামচ লবণ মিশিয়ে নিন। ৩ ঘণ্টা পরপর কুলি করুন। গলা ব্যথা কমে যাবে।

৩. বেকিং সোডা:
হালকা গরম পানিতে লবণ ও বেকিং সোডা মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণ দিয়ে কুলি করুন। আরাম পাবেন।

৪. মধু:
গলা ব্যথা  ও মুখের ভেতরের ক্ষত কমাতে মধু খুব উপকারী। গলা ব্যথা কমাতে চায়ের সঙ্গে চিনির বদলে মধু খান, অথবা  সকালে শুধু মধু খেতে পারেন।

৫. গরম স্যুপ:
গরম স্যুপ খেলে গলায় সেক পড়বে এতে আপনার গলা ব্যথা দ্রুতে কমে যাবে।

এছাড়া গলা ব্যথা কমাতে সকালে আদা-চা বা শুধু আদা খেতে পারেন। এতে গলার খসখসেভাব দূর হবে, এবং গলা ব্যথা কমে যাবে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়