নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে নবাগত নির্বাহী কর্মকর্তা হিসেবে তাহসিনা বেগম আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণের পর বিকেল ৪টায় তাঁর কার্যালয়ে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে তিনি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাতকালে বিভিন্ন পত্রিকায় কর্মরত স্থানীয় সাংবাদিকবৃন্দ উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সাথে মত বিনিময় করেন। মতবিনিময় কালে লোভাছড়া পাথর কোয়ারীর প্রাকৃতিক পরিবেশ রক্ষা, বাল্য বিবাহ রোধ ও প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। নবাগত ইউএনও তাহসিনা বেগম এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন,সিনিয়র সদস্য ও কানাইঘাট কমিউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, আলা উদ্দিন আলাই, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মাহফুজ সিদ্দিকী, সুজন চন্দ অনুপ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়