Monday, January 23

হাইওয়ের ওপর রানওয়ে, অনন্য এক বিমানবন্দর!

হাইওয়ের ওপর রানওয়ে, অনন্য এক বিমানবন্দর!
কানাইঘাট নিউজ ডেস্ক: জার্মানির লেইপজিগ-হালে আন্তর্জাতিক বিমানবন্দর জার্মানির ১৩ তম বৃহত্তম বিমানবন্দর। ইউরোপের মধ্যে পঞ্চম ব্যস্ততম বিমানবন্দর এটি, জার্মানির মধ্যে দ্বিতীয় ব্যস্ততম। তবে আরেকদিক থেকেও বিমানবন্দরটি অনন্য। স্বাভাবিক রাস্তার ওপর দিয়েই চলে গেছে এই বিমানবন্দরের রানওয়ে।

জার্মানির এই বিমানবন্দর অবস্থিত স্কিউডিটজ-এ। লেইপজিগ এবং হালে নামের বড় শহর দুটির বাসিন্দারা এই বিমানবন্দর ব্যবহার করেন।



প্রথম দেখায় বিমানবন্দরের রানওয়েটি অবাক করতে বাধ্য। রাস্তা দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বাস, গাড়ি চলাচল করছে। আবার সেই রাস্তার ওপর দিয়েই রানওয়ে- ছুটে যাচ্ছে আস্ত একটা বিমান!



রাস্তার সাথে আড়াআড়ি চলে যাওয়া রানওয়েটির দৈর্ঘ্য ৩.৬ কিলোমিটার। রাস্তার গাড়ি চলাচল যাতে বিঘ্নিত না হয় সেজন্য ৩ টি ব্রিজ দ্বারা তৈরী করা হয়েছে। ব্রিজগুলোকে ট্যাক্সিওয়েস বলা হয়। ট্যাক্সিওয়েস দিয়ে যখন বিমান উড্ডয়ন কিংবা ল্যান্ডিং করে নিচে রাস্তাতেই থাকে গাড়ি। সে এক দেখার মতো দৃশ্য বটে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়