নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তঃইউনিয়ন ফুটবল লীগের দশম দিনের ম্যাচে পৌরসভা ফুটবল দলের মোকাবেলা করে নাটকীয়তার মধ্য দিয়ে কোন পয়েন্ট না পেয়ে খালি হাতে বিদায় নিল সাতবাঁক ইউপি ফুটবল দল। বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা স্টেডিয়ামে পৌরসভা ফুটবল দলের সাথে কোঠা পদ্ধতির খেলোয়াড় এবং পূর্বের হলুদ কার্ড দেখানোকে কেন্দ্র করে সাতবাঁক ইউপি ফুটবল দল পৌরসভা ফুটবল দলের সাথে খেলতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলার বিজ্ঞ রেফারীরা পৌরসভা ফুটবল দলকে বিজয়ী হিসাবে ঘোষণা করেন। পৌরসভাকে বিজয়ী করার পর সাতবাঁক ইউপি ফুটবল দল প্রীতি ম্যাচের জন্য খেলতে নামলে পৌরসভা ফুটবল দল প্লান্টি লাভ করলে সাতবাঁক ইউপি ফুটবল দল মাঠে আর খেলে নি। যার ফলে মাঠে উপস্থিত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক উভয় দলের খেলা দেখতে বঞ্চিত হয়। ৩টি খেলায় পরাজিত হয়ে সাতবাঁক ইউপি ফুটবল দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা স্টেডিয়ামে ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি ফুটবল দল কানাইঘাট সদর ইউপি ফুটবল দলের সাথে মোকাবেলা করবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়