Monday, January 2

বিদায়ী ইউএনওকে কানাইঘাট উপজেলা ফুটবল দলের পক্ষ থেকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তারেক মোহাম্মদ জাকারিয়ার সম্মানে উপজেলা ফুটবল দলের কোচ ও খেলোয়াড়দের উদ্যোগে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৭টায় ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা ফুটবল দলের কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি আনোয়ার হোসেন সাজুর সভাপতিত্বে ও সহকারী কোচ জাহেদ হোসাইন রাহিনের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউন্সিলর তাজ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, ক্রীড়া সংস্থার সদস্য উপজেলা ফুটবল দলের টিম ম্যানেজার এনামুল হক, আন্তঃইউনিয়ন ফুটবল লীগের মিডিয়া পার্টনার কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, রোটারিয়ান ইকবাল হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা ফুটবল দলের খেলোয়াড় ইসমাইল, হাবিব উল্লাহ, সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ। বিভিন্ন ক্লাব ও ফুটবল দলের খেলোয়াড়দের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধিত অতিথি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া তার বক্তব্যে বলেন, কানাইঘাট আজ আর কোন দিক থেকে পিছিয়ে নেই। এখানকার মানুষ অত্যন্ত অতিথি পরায়ণ, তারা প্রশাসনকে সব ধরনের কার্যক্রমে সহযোগিতা করে থাকে এবং প্রত্যাশা ব্যক্ত করেন কানাইঘাট উপজলা ক্রীড়াঙ্গনে অনেক দূর এগিয়ে যাবে। এই জনপদের মানুষ খেলা ধূলাকে ভালোবাসে। উপজেলা ক্রীড়া সংস্থা ভবিষ্যতে সব ধরনের খেলার আয়োজনের মাধ্যমে যুব সমাজকে সবধরনের অবক্ষয়ের হাত থেকে রক্ষা করবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়