কানাইঘাট নিউজ ডেস্ক:
নেপিয়ারে প্রথম টি-২০ ম্যাচেও সেই একই চিত্র। একের পর এক ব্যাটিং ধ্বস। টপ
অর্ডার ব্যাটসম্যানদের শোচনীয় ব্যর্থতা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা
বাংলাদেশের স্কোর এক পর্যায়ে ৫ উইকেটে ৬৭।
কিন্তু এই শঙ্কা উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ নম্বরে ব্যাট করতে নেমে অন্যরকম লড়াই চালিয়ে গেলেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। খেলেছেন ৪৭ বলে ৫২ রানের লড়াকু এক ইনিংস। রিয়াদের অসাধারণ লড়াইয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১।
তিনি যে বেশি দিন রানের বাইরে থাকার পাত্র নয়, তা বুঝিয়ে দিলেন এদিন। কিউই পেসে যখন অন্যরা কেঁপেছে তখন রিয়াদ ধরেন হাল। কিউই মারাত্মক বোলিং তাকে এতটুকু ভীতু করতে পারেনি। চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন। নেপিযারে যে লড়াইটা চালিয়ে গেছেন তা।
কিন্তু এই শঙ্কা উড়িয়ে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৬ নম্বরে ব্যাট করতে নেমে অন্যরকম লড়াই চালিয়ে গেলেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। খেলেছেন ৪৭ বলে ৫২ রানের লড়াকু এক ইনিংস। রিয়াদের অসাধারণ লড়াইয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৪১।
তিনি যে বেশি দিন রানের বাইরে থাকার পাত্র নয়, তা বুঝিয়ে দিলেন এদিন। কিউই পেসে যখন অন্যরা কেঁপেছে তখন রিয়াদ ধরেন হাল। কিউই মারাত্মক বোলিং তাকে এতটুকু ভীতু করতে পারেনি। চার মেরেছেন, ছক্কা হাঁকিয়েছেন। নেপিযারে যে লড়াইটা চালিয়ে গেছেন তা।
সূত্র: বিডিলাইভ
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়