Sunday, January 22

খুবই সম্মানিত বোধ করছি: মেলানিয়া

খুবই সম্মানিত বোধ করছি: মেলানিয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: ফার্স্ট লেডির অফিশিয়াল টুইটার থেকে প্রথম টুইটে মেলানিয়া ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো দেশের ফার্স্ট লেডি হতে পেরে খুবই সম্মানিত বোধ করছেন তিনি। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী হিসেবে তিনি এখন হোয়াইট হাউসের বাসিন্দা।

মেলানিয়া ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পাড়ি জমান। এর দুই বছর পর তার থেকে ২৪ বছরের বড় ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। ২০০১ সাল থেকে তিনি আমেরিকার স্থায়ী বাসিন্দা হন। ট্রাম্পের সঙ্গে পরিচয়টা প্রণয়ে গড়ায়। ২০০৬ সালে ট্রাম্পকে বিয়ে করেন মেলানিয়া। তিনি ট্রাম্পের তৃতীয় স্ত্রী। ২০০৬ সালে মেলানিয়া মার্কিন নাগরিকত্ব পান।

ট্রাম্প অভিবাসনবিরোধী হলেও ১৮২৫ সালের পর তার স্ত্রী মেলানিয়াই দেশটির বিদেশি বংশোদ্ভূত প্রথম ফার্স্ট লেডি। ১৯৭০ সালে স্লোভেনিয়ার ছোট্ট শহর সেভনিকায় জন্ম মেলানিয়ার। সেখানেই কাটে তার শৈশব। পরে তিনি ইতালির মিলান ও ফ্রান্সের প্যারিসে মডেল হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়