কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের কর্ণাটকের হুবলিতে অবস্থিত ক্যান্টিন ‘রুটি ঘর’-এ ১ টাকায় ব্যবস্থা
করা হয়েছে দুপুরের খাবারের। এ খাবার পেট ভরার জন্য যথেষ্ট। মেনুতে থাকছে
২টি রুটি, ডাল তরকারি আর একটা সন্দেশ। বিগত ছয় বছর ধরে এমন সেবাই চালিয়ে
যাচ্ছে তারা। ক্যান্টিনের বোর্ডেও লেখা রয়েছে ‘এক টাকায় দুটো রুটি’।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্তই এই লাঞ্চ থালা পাওয়া যায় রুটি ঘরে। মূলত গরিবদের জন্যই এই পরিষেবা দেয় আদিনাথ জৈন শ্বেতাম্বর অ্যাসোসিয়েশন। এটি একটি নিরামিষ ক্যান্টিন। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার রুটি ঘরে তৈরি করা হয় না।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্তই এই লাঞ্চ থালা পাওয়া যায় রুটি ঘরে। মূলত গরিবদের জন্যই এই পরিষেবা দেয় আদিনাথ জৈন শ্বেতাম্বর অ্যাসোসিয়েশন। এটি একটি নিরামিষ ক্যান্টিন। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার রুটি ঘরে তৈরি করা হয় না।
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়