কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের
একমাত্র বিমানবাহী এয়ারক্র্যাফট ক্যারিয়ার বেশ কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান
প্রণালীতে প্রবেশ করেছে। এ তথ্য জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চীনের এ নৌবহরটি দক্ষিণ চীন সাগরে মহড়া শেষে ফিরছিল। বুধবার ব্রিটিশ
সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা নৌবহর তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেনি। তবে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা চিহ্নিত অঞ্চলে প্রবেশ করেছে।
তাইওয়ানের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নিজেদের প্রণালীতে চীনা নৌবহরের প্রবেশের ফলে চীনা যুদ্ধজাহাজকে নজরদারীতে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের ফোনালাপের পর থেকেই চীন-তাইওয়ান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। তাইওয়ানকে চীন নিজ দেশের ভূখণ্ড হিসেবে মনে করে। একইভাবে তাইওয়ানও নিজেদের চীন হিসেবে দাবি করে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, চীনা নৌবহর তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেনি। তবে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা চিহ্নিত অঞ্চলে প্রবেশ করেছে।
তাইওয়ানের জনগণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। নিজেদের প্রণালীতে চীনা নৌবহরের প্রবেশের ফলে চীনা যুদ্ধজাহাজকে নজরদারীতে রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের ফোনালাপের পর থেকেই চীন-তাইওয়ান সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। তাইওয়ানকে চীন নিজ দেশের ভূখণ্ড হিসেবে মনে করে। একইভাবে তাইওয়ানও নিজেদের চীন হিসেবে দাবি করে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়