নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কানাইঘাট জোনাল অফিসের উদ্যোগে মরনোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট বাজারস্থ কোম্পানীর জোনাল অফিসে এ উপলক্ষ্যে এক সূধী সমাবেশের আয়োজন করা হয়। কোম্পানীর এরিয়া জোনাল অফিসার হরিপদ রায় টিপুর সভাপতিত্বে ও জনবীমার কর্মকর্তা সোহেল আহমদের পরিচালনায় উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দানশীল ব্যক্তিত্ব সৌদি প্রবাসী মোঃ ইয়াহিয়া। বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীর কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ মোঃ আব্দুল হাই, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলার বিলাল আহমদ, ১নং ওয়ার্ড কাউন্সিলার জাহাঙ্গীর আলম জাহান, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সহ কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের বীমা গ্রাহক মরহুম সালমা বেগমের নমিনি তার মা মরিয়ম বেগমের হাতে ৪০ হাজার টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়