নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ০৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের এক আদেশে গত ১৬ জানুয়ারী ৬ সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির অনুমোদন লাভ করে। কমিটির দায়িত্ব প্রাপ্তরা হচ্ছেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, সদস্য- উপজেলা সহকারী কমান্ডার তথ্য প্রচার ফখরুল ইসলাম, জেমস্ লিও ফারগুসন নানকা, বর্তমান কমান্ডার নজমুল হক, সুবেদার আফতাব উদ্দিন, সদস্য সচিব করা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক কমান্ডার নুরুল হককে এক পক্ষ মেনে নিতে পারছেন না। এ নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারী উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করবে এ কমিটি। ইতিমধ্যে যাচাই বাছাই কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে। যাচাই বাছাই কমিটির প্রধান নুরুল হক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক জানিয়েছেন কানাইঘাট উপজেলায় মোট ৩১২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে ভারতীয় লাল বার্তায় ১৬৭, ভারতীয় গেজেটে ১৩৪, বাংলাদেশী গেজেটে- ১১ জনের নাম রয়েছে। তবে যাচাই বাছাই কমিটির সভাপতি নুরুল হক জানিয়েছেন মন্ত্রনালয় থেকে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন বিরোধ নেই। ঐক্যবদ্ধ ভাবে আমরা সবাই মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করে যাব।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
মুক্তিযুদ্ধে কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়