Thursday, January 26

কানাইঘাটে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ । থানায় অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট রাজাগঞ্জ সুরমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাসুমা আক্তার মুন্নি (১৫) কে রাজাগঞ্জ শিকদার কলেজের একাদশ শ্রেণীর ছাত্র জাবের আহমদ (১৯) ও তার সহযোগীরা গত ১৬ জানুয়ারী রাতের বেলা নিজ বাড়ী থেকে জোরপূর্বক ভাবে উঠিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মাসুমা আক্তার মুন্নিকে অপহরনের ১০দিন পেরিয়ে গেলেও অদ্যবধি পর্যন্ত তাকে উদ্ধার করা যায় নি। এ ঘটনায় রাজাগঞ্জ ইউপির গাজীপুর গ্রামের প্রবাসী মনির উদ্দিনের স্ত্রী মাসুমা আক্তার মুন্নির মাতা দিলারা বেগম (৩৫) গত ১৭ জানুয়ারী কানাইঘাট থানায় তার মেয়েকে জোরপূর্বক ভাবে ঘুমন্ত অবস্থায় নিজ শয়ন কক্ষ থেকে অপহরনের অভিযোগ এনে একই বাড়ীর বাসিন্দা মাসুমা আক্তার মুন্নির চাচাতো ভাই প্রবাসী রাজা মিয়ার পুত্র অপহরনকারী জাবের আহমদ (১৯) স্থানীয় নয়ামাটি গ্রামের জাবেরের সহযোগী আহমদ আলীর পুত্র রুবেল (২৫), একই গ্রামের মাহমুদ আলীর পুত্র সবুজ (২৮), জাবেরের মা নাজমা বেগম (৪৫) গাজীপুর গ্রামের মানিক উদ্দিন (৪২) কে আসামী করে বাদী হয়ে অভিযোগ দেন। এরপর দরখাস্তের তদন্তকারী কর্মকর্তা এস.আই রবিউল ইসলাম মাসুমা আক্তার মুন্নির অপহরনের সাথে জড়িত আসামীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদেরকে গ্রেফতার কিংবা ভিকটিম মাসুমা আক্তার মুন্নিকে অদ্যবধি পর্যন্ত উদ্ধার করতে পারেন নি। মাসুমা আক্তার মুন্নির মা দিলারা বেগম জানান তার মেয়ে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর জনৈক এক যুক্ত রাজ্য প্রবাসী ছেলের সাথে বিয়ের কথাবার্তা পাকা হয়। এ ঘটনা জানতে পেরে তার চাচাতো দেবরের পুত্র কলেজ শিক্ষার্থী জাবের আহমদ মুন্নিকে বিয়ের প্রস্তাব দিলে সে অপ্রাপ্ত বয়ষ্ক বিয়ে দিতে অস্বীকৃতি জানালে গত ১৬ জানুয়ারী রাতে জাবের আহমদ মোবাইল ফোন চার্জ দেওয়ার কথা বলে তাদের বসত ঘরে প্রবেশ করে। একপর্যায়ে রাত ১১টার দিকে জাবের আহমদ তার অন্যান্য সহযোগীদের নিয়ে বসত ঘরে প্রবেশ করে দিলারা বেগমের মুখে গামছা পেঁছিয়ে তার ঘুমন্ত মেয়ে স্কুল শিক্ষার্থী মাসুমা আক্তার মুন্নিকে উঠিয়ে নিয়ে যায় তারা। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে তিনি বিষয়টি অবহিত করলে অপহরণকারী জাবের আহমদ তার মেয়েকে ফিরিয়ে দিবে বলে মোবাইল ফোনে জানালেও অদ্যবধি পর্যন্ত তার মেয়ে জীবিত আছে কি না এবং সে কোথায় আছে তার কোন সন্ধান পাচ্ছেন না তারা। ঘটনার পর থেকে মামলার আসামী জাবের সহ তার পরিবারের লোকজন বাড়ী ছেড়ে অন্যত্র পালিয়ে গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়