Tuesday, January 10

ঝুলন্ত সেতু ছিঁড়ে কলম্বিয়ায় নিহত ১১

ঝুলন্ত সেতু ছিঁড়ে কলম্বিয়ায় নিহত ১১

কানাইঘাট নিউজ ডেস্ক: ঝুলন্ত সেতু ছিঁড়ে কলম্বিয়ার এক প্রত্যন্ত এলাকায়  শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে  আরও অনেকে।

আজ মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে একথা জানিয়েছে।

স্থানীয় পর্যটকদের কাছে সেতুটি অনেক আকর্ষণীয় হওয়ায় সরকারি ছুটির দিনে সেখানে অনেক মানুষ বেড়াতে যেত।

প্রতিবেদনে বলা হয়, সেতুটি প্রায় ৮০ মিটার নিচে আছড়ে পড়ে। অতিরিক্ত ভারের কারণে এটি ছিঁড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়