কানাইঘাট নিউজ ডেস্ক: ৫০ বছর বয়সে মা হলেন মাইকেল জ্যাকসনের ছোটবোন সংগীত তারকা জ্যানেট জ্যাকসন। মঙ্গলবার এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এ তারকা।
পিপল’স ম্যাগাজিন জানায়, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে। কেনো রকম অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চার জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ইসা।
২০১৬-র এপ্রিলে পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন জ্যানেট জ্যকসন ও তার স্বামী উইসাম আল মানা। কাতারবাসী মানা পেশায় একজন ব্যবসায়ী।
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ছোটবোন জ্যানেট জ্যাকসন তার ব্যক্তিগত জীবনকে বরাবরই গণমাধ্যম থেকে আড়াল করে রাখেন। ২০১২ সালে কাতারবাসী ধনকুবের উইসাম আল মানা’র সাথে তার বিয়ের খবরটিও গণমাধ্যমকে জানাননি এ তারকা।
পিপল’স ম্যাগাজিন জানায়, মা ও শিশু দু’জনেই সুস্থ আছে। কেনো রকম অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রক্রিয়ায় বাচ্চার জন্ম দিয়েছেন তিনি। ছেলের নাম রাখা হয়েছে ইসা।
২০১৬-র এপ্রিলে পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন জ্যানেট জ্যকসন ও তার স্বামী উইসাম আল মানা। কাতারবাসী মানা পেশায় একজন ব্যবসায়ী।
প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ছোটবোন জ্যানেট জ্যাকসন তার ব্যক্তিগত জীবনকে বরাবরই গণমাধ্যম থেকে আড়াল করে রাখেন। ২০১২ সালে কাতারবাসী ধনকুবের উইসাম আল মানা’র সাথে তার বিয়ের খবরটিও গণমাধ্যমকে জানাননি এ তারকা।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়