নিজস্ব প্রতিবেদক:
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসাদ শফিকুর রহমান চৌধুরী বলেছেনে, প্রান্তিক জনপদের সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষে প্রথমবারের মতো বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থানীয় সরকারের শক্তিশালী প্রতিষ্ঠান জেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়ে চেয়ারম্যান ও সদস্যদের নির্বাচিত করেছেন । এ নির্বাচনের মধ্য দিয়ে সরকারের সব ধরনের সেবা ও উন্নয়ন জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য জেলা পরিষদের নির্বাচনে বিজয়ী প্রতিনিধিরা দল মতের উর্ধ্বে উঠে কাজ করে যাবেন। শফিকুর রহমান চৌধুরী শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট মূলাগুল কান্দলা নয়াবাজার পশ্চিম মাঠে লোভাছড়া আদর্শ পাথর ব্যাবসায়ী বহুমুখী সমবায় সমিতি ও কান্দলা নয়াবাজার ব্যাবসায়ী সমিতি’র যৌথ উদ্যোগে আয়োজিত সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১৫নং ওয়ার্ড থেকে সদস্য পদে বিজয়ী আ’লীগ নেতা পাথর ব্যাবসায়ী হাজী আলমাছ উদ্দিনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লোভাছড়া আদর্শ পাথর ব্যাবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় উক্ত বিরাট নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড.নাসির উদ্দিন খান,উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধূরী,উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাক ইউপি’র চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ,উপজেলা আ’লীগের আহবায়ক লুৎফুর রহমান,কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র চেয়ারম্যান ডাক্তার ফয়াজ আহমদ,পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন,সংবর্ধিত অতিথি জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত সদস্য হাজী আলমাছ উদ্দিন। বক্তব্য রাখেন লোভাছড়া আদর্শ বহুমখী পাথর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,ইউপি সদস্য ছামসুদ্দিন,মাষ্টার মনোহর আলী,পাথর ব্যাবসায়ী ফখর উদ্দিন,হাজী কামাল আহমদ,ইউপি সদস্য মজির উদ্দিন,কয়েছুর রহমান,কান্দলা নয়াবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি তাজ উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি’র বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী আরো বলেন,কানাইঘাটের প্রাকৃতিক সম্পদের ভরপূর যোগাযোগ বিচ্ছিন্ন অবহেলিত লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড চলমান রয়েছে। এই সরকারের আমলে সকল নায্য দাবী দাওয়া বাস্তবায়ন করা হবে। পাথর ব্যাবসায়ী ও শ্রমিকদের দাবীর মুখে শফিকুর রহমান বলেন, এই ইউনিয়নের সম্পদ লোভাছড়া পাথর কোয়ারীর হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান সচল রাখতে পাথর কোয়ারী’র অচল অবস্থা নিরসন এবং পাথর ব্যাবসায়ী ও শ্রমিকদের কোন ধরনের হয়রানী না করার জন্য প্রশাসনের প্রতি তিনি আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়