Sunday, January 29

পাবনায় বন্দুক যুদ্ধে একজন নিহত

পাবনায় বন্দুক যুদ্ধে একজন নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: পাবনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে শরিফ হোসেন (২৫) নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার গাছপাড়া এলাকায়। শনিবার দিবাগত রাত তিনটার দিকে আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের সুতিরবিল এলাকায় এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েক দিন আগে পুলিশের ওপর গুলি করার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের একজন হচ্ছেন শরিফ।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই এলাকায় ‌সন্ত্রাসীরা বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান শেষে পুলিশ সেখানে শরিফের মরদেহ পড়ে থাকতে দেখে।


তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি শর্টগান, চাপাতি এবং রাউন্ড গুলি উদ্ধার করেছে। এতে পুলিশের দুই থেকে তিন জন সদস্য আহত হয়েছে। 
সূত্র: বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়