Sunday, January 1

এ বছর মুক্তির অপেক্ষায় যেসব বলিউড সিনেমা

এ বছর মুক্তির অপেক্ষায় যেসব বলিউড সিনেমা

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রতিবছরই বলিউড বেশ কিছু হিট সিনেমা উপহার দেয়। এর মধ্যে রোমান্টিক, অ্যাকশন, ইতিহাস, জীবনীসহ নানা ঘরনার সিনেমা থাকে। নতুন বছরেরও মুক্তি অপেক্ষায় রয়েছে বলিউডের প্রথম সারির তারকাদের বেশ কয়েকটি আলোচিত সিনেমা। দেখে নিন এ বছর বলিউডে যেসব সিনেমা মুক্তি পাবে-

পদ্মাবতী
‘বাজিরাও মাস্তানি’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এবার রানি পদ্মাবতী-আলাউদ্দিন খলজিকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। সঞ্জয় লীলা বানশালী ‘পদ্মাবতী’তে তার প্রিয় দীপিকা-রণবীরকে নিয়েছেন। উপরি পাওনা রাজা রতন সিংয়ের চরিত্রে শাহিদ কাপুর! শ্যুটিংয়ে শাহিদ-রণবীরের ঝগড়া, নায়কদের চেয়ে দীপিকার বেশি পারিশ্রমিক, ছবিকে ঘিরে নানা রকম আলোচনা ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

রইস
ট্রেলারে বেশ চমক দিয়েছেন বলিউড বাদশা। গত বছর কোন ছবিতেই তেমন সাফল্য পাননি শাহরুখ খান। এবার দেখা যাক নতুন বছরের শুরুতেই একটা ধুন্ধুমার গ্যাংস্টার ফিল্ম উপহার দিতে পারেন কিনা।

রেঙ্গুন
রেঙ্গুন সিনেমার সবচেয়ে বড় চমক জমজমাট স্টারকাস্ট। সাইফ আলি খান, কঙ্গনা রানাউত, শাহিদ কাপুরকে নিয়ে বড় ধামাকা দিতে চলেছেন বিশাল ভরদ্বাজ। আর পিরিয়ড ড্রামা বানাতে সিদ্ধহস্ত বিশাল। আর ‘রেঙ্গুন’এর প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ।

টিউবলাইট
ফের কবীর খান-সালমান খান জুটি। অতএব আরেকটা ‘বজরঙ্গি ভাইজান’এর জন্য অপেক্ষা করতেই পারেন দর্শক। অন্য রকম সালমানকে দেখতে ভালবাসেন যারা, তারা এ বছর ‘টিউবলাইট’এর জন্য অপেক্ষা করে আছেন নিঃসন্দেহে। চিনা অভিনেত্রী ঝু ঝু আর সালমানের যুগলবন্দিটা অন্যরকম আকর্ষন তৈরি করেছে। ছবির গল্প এখনও স্পষ্ট না হলেও শোনা যাচ্ছে, ১৯৬৫’র ইন্দো-চিন যুদ্ধের উপর ছবি তৈরি করছেন কবীর খান।

দ্য রিং
ইমতিয়াজ আলির ট্র্যাভেলগ দেখতে সব সময়ই মুখিয়ে থাকেন দর্শক। প্রথমবার শাহরুখ খান-ইমতিয়াজ আলির রসায়ন কী রকম হতে চলেছে, তা নিয়েও কৌতূহল রয়েছেই। ছবিতে শাহরুখ ট্যুর গাইড। অতএব তার হাত ধরে প্রাগ, আমস্টারডাম, বুদাপেস্টে মানস-ভ্রমণের অভিজ্ঞতাটা মন্দ হবে না। এছাড়া শাহরুখ-আনুশকা মানেই সুপারহিট!

জগ্গা জাসুস
অনেক টালবাহানার পর আগামী এপ্রিলে মুক্তির সময় ঠিক হয়েছে ‘জগ্গা জাসুস’এর। অনুরাগ বসু আহ্বান জানিয়েই রেখেছেন— ‘এন্টার দ্য ওয়ার্ল্ড অফ জগ্গা’! ট্রেলারে রণবীর ক্যাটরিনাকে দেখে নড়েচড়ে বসেছেন দর্শক। ‘ডিজনি’ আর অনুরাগ কী ম্যাজিক দিতে চলেছেন তাই দেখার বিষয়। আর বিচ্ছেদের পর এটাই রণবীর-ক্যাটরিনার প্রথম একত্রে কাজ।

কাবিল
জোরকদমে প্রচার চালাচ্ছেন নির্মাতারা। এক দৃষ্টিহীনের বদলা নেওয়ার গল্প নিয়ে সঞ্জয় গুপ্তের ‘কাবিল’ আসছে বছরের শুরুতেই। ‘রইস’এর সঙ্গে একই দিনে রিলিজ নিয়ে জামেলা চলছে। তবে প্রতিবন্ধকতা নিয়ে হৃতিক রোশন যখনই আসেন তখন বড় কিছু ঘটে।

টাইগার জিন্দা হ্যায়
টাইগারের প্রত্যাবর্তন! অনেক বছর পর আবার সালমান-ক্যাটরিনা জুটি। আলি আব্বাস জাফর এখন থেকেই ভরসা দিচ্ছেন, ছবি নাকি ব্লকবাস্টার হবেই! ‘এক থা টাইগার’এর পূর্বানুবৃত্তি নয় বরং নতুন গল্প নিয়ে আসছেন পরিচালক। সালমানের পাশাপাশি ধুন্ধুমার অ্যাকশন করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও। যদিও তার জন্য অপেক্ষা করতে হবে অনেকটা।
 
বাহুবলী: দ্য কনক্লুশন
প্রথম ছবিটা ‘এপিক’এর তকমা পেয়ে গিয়েছিল প্রায়! বক্স অফিসও কাঁপিয়ে দিয়েছিল। কাজেই ‘বাহুবলী..’র সিক্যুয়েল নিয়েও প্রত্যাশা তুঙ্গে। ২০০ কোটির বাজেট নিয়ে এবার কী কামাল দেখান এস এস রাজামৌলি, সেটা নিয়ে আগ্রহ বিস্তর। এদিকে ছবির ‘বাহুবলী’ প্রভাস আগের মতোই ফাটিয়ে চেহারা বানাচ্ছেন।

সিমরন
‘আলিগড়’, ‘শাহিদ’এর পর হনসল মেটার উপর ভরসা করাই যায়। তার উপর হনসলের এবারের নায়িকা কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রী। ছবিটি এক সাধারণ নার্সের ব্যাংক লুঠ করার চমকপ্রদ অথচ সত্যি ঘটনা নিয়েই তৈরি হচ্ছে ‘সিমরন’।

২.০
বছরের শেষের দিকে আবির্ভূত হবেন ‘দ্য রজনীকান্ত’! অক্টোবরে ‘২.০’ নিয়ে আসছেন তিনি। আর ছবি যখন থালাইভার, বাজেটের ব্যাপারে ৪০০ কোটির নীচে কথাই নেই! রজনীকান্তের বিপরীতে অক্ষয় কুমার ভয়ঙ্কর ভিলেনের ভূমিকায়। অন্তত ছবির ফার্স্ট লুক’টা তো ভয় পাওয়ানোর মতোই!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়