Tuesday, January 10

কানাইঘাটে নতুন এসিল্যান্ডের যোগদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি হিসাবে যোগদান করেছেন সুমন আচার্য। গত ৮ জানুয়ারী রবিবার নবাগত সহকারী কমিশনার ভূমি হিসাবে সুমন আচার্য কানাইঘাটে যোগদান করেন। কয়েক মাসের মধ্যে দুই জন ভূমি কর্মকর্তা কানাইঘাটে যোগদান করে অন্যত্র বদলী হয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া অতিরিক্ত হিসাবে সহকারী কমিশনার ভূমির দায়িত্ব পালন করে আসছিলেন। নবাগত কর্মকর্তা সুমন আচার্য, কানাইঘাটে কতদিন দায়িত্ব পালন করেন তা দেখার অপেক্ষায় আছে উপজেলাবাসী। বর্তমান নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ইতিমধ্যে বদলী জনিত কারনে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও হিসাবে দু’এক দিনের মধ্যে যোগদান করবেন। তার স্থলে প্রথম বারের মতো একজন নারী হিসাবে কানাইঘাট উপজেলার ইউএনও হিসাবে মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার ইউএনও তাহসিনা বেগম যোগদান করার কথা রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়