Friday, January 13

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমায় ৫ মুসল্লির মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে ৫২তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। আজ শুক্রবার ফজরের নামাজের পর মাওলানা ওবায়দুল খোরশেদের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ৫ মুসল্লি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান।

হাসপাতাল ও ইজতেমা কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে মারা গেছেন সাহেব আলী (৩৫) নামে এক মুসল্লি। তার বাড়ি মানিকগঞ্জে। এর আগে বুধবার দিবাগত রাতে মারা যান কক্সবাজারের মো. হোসেন আলী (৬৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬), বিকালে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আব্দুস সাত্তার (৬০) এবং সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকায় মো. জানু ফকিরের (৭০) মারা যান।

গাজীপুর পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মমিনুল ইসলাম জানান, সকাল ৮টা পর্যন্ত ৯০টি দেশ থেকে প্রায় সাত হাজার বিদেশি এসেছেন।
সূত্র:বিডিলাইভ ।
 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়