Sunday, January 1

কানাইঘাটের নামকরণ ও সংক্ষিপ্ত ইতিহাস


মুহাম্মাদ আবু শুরাইম:
 রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমরা জমির নাম সমূহ থেকে শিক্ষা গ্রহণ কর। (বায়হাকী, আল-কামিল লিবনি আদী, ফয়জুল ক্বাদীর, ১ম খণ্ড, হামযা অধ্যায়)। মূল নিবন্ধ শুরু করার আগে প্রণিধানযোগ্য, কানাইঘাটের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে সবার জন্য প্রশ্নোত্তর ও তর্ক-বিতর্ক করার সমান অধিকার রয়েছে। কারণ এর দ্বারা প্রকৃত বিষয়ের উন্মেষ ঘটে। কাল পরিক্রমায় কানাইঘাট বাজার এখন
Corporation বা পৌরসভা। কানাইঘাট একটি প্রাচীনতম জনপদ হলেও ইতিহাসবেত্তাদের অভিমত হচ্ছে যে, এর কোন প্রামাণ্য ইতিহাস নেই। বিচ্ছা-কিংবদন্তি, স্মৃতি-শ্রুতি, শিলালিপি ও সম্ভাব্য ট্যুরিস্টদের সফরনামাসহ ইতিহাসের অন্যান্য উৎস নিদর্শনাবলীর মাধ্যমে কানাইঘাট সম্পর্কে কিছু দুর্বল তথ্য পাওয়া যায়। মানব সভ্যতার ক্রমবিকাশের ধারায় লেনদেন-আদান প্রদানের প্রয়োজনে গড়ে উঠেছে হাট-বাজার, শহর-নগর, গঞ্জ-বন্দর। এই সবের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রাথমিক পর্যায়ে শহর-বন্দর ও পৌরসভা ইত্যাদি শুরু হয়েছে মামুলি বাজার বা গঞ্জ থেকে। এসবের সাথে জড়িয়ে আছে প্রতিষ্ঠাতা কিংবা অন্য কারো নাম। যেমন: কাজির বাজার, মৌলভী বাজার, গোলাপগঞ্জ, উমরগঞ্জ প্রভৃতি। কানাইঘাট পৌরসভার পত্তনও শুরু হয়েছিল সম্ভবতঃ একটি হাটের মাধ্যমে। কানাইঘাট নামের প্রকৃত উৎস সম্বন্ধে রয়েছে নানা বৈচিত্র ও মতভিন্নতা। কোন সুদূর অতীতে কানাইঘাট নামের সূচনা হয়েছিল তা এখন আর সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না। ঐতিহাসিকদের মতে ‘কানাই মাঝির’ নামে নামকরণ হয়েছে কানাইঘাট। এ কানাই মাঝি খেয়াপারের মাঝি নাকি সমাজপতি মাঝি ছিলেন? এ নিয়ে মতভেদ রয়েছে। কেননা বাংলাদেশের দক্ষিণ -পশ্চিমাংশে কোন কোন জায়গায় সমাজের প্রভাবশালীদের উপাধি ছিল মাঝি। আমাদের এলাকায় খেয়াপারাপারকারী এবং নৌকা চালকদের মাঝি বলা হয়। ১৯৮২ ইং সনে প্রকাশিত একটি ম্যাগাজিনে কানাইঘাটের তৎকালীন থানা পরিসংখ্যান কর্মকর্তা উল্লেখ করেছেন যে, ‘কানাই মাঝি’র নামে কানাইঘাটের নামকরণ হয়েছে। কিন্তু তিনি এর স্বপক্ষে কোন দলীল পেশ করতে পারেননি। ঘাটের সাথে মাঝির সম্পর্কের কারণে আমরা বোধ করি যে, কানাই মাঝি খেয়াপারাপারের মাঝি ছিলেন। অন্য দিকে এ নিয়েও মতবিরোধ আছে যে, কানাই মুসলমান না হিন্দু? তবে বেশিরভাগ জনশ্রুতি রয়েছে যে, কানাই মাঝি হিন্দু ছিলেন। প্রাচীন সভ্যতা স্মৃতিগন্ধময় প্রত্নতাত্ত্বিক স্থান সিলেটের কানাইঘাট উপজেলা। যদি স্মৃতি বিজড়িত এ স্থানের নামকরণ খেয়াপারের মাঝি কানাইর নামানুসারে হয়ে থাকে, তাহলে তিনি যেন স্মরণীয় হয়ে থাকলেন। তার বিস্তারিত পরিচয় জানতে পারলে নিশ্চয় আমরা আরো খুশি হতাম। তবে যারা বলেন, খেয়াপারের মাঝি কোন দিন এলাকার প্রভাবশালী ব্যক্তি হতে পারেনা বিধায়, কানাই মাঝির নামানুসারে কানাইঘাট নামকরণ হতে পারেনা। আমরা তাদের সাথে একমত নই। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে হরেক রকম জাতি-উপজাতি, পেশাজীবী মানুষের বাস। তাদের সভ্যতা-সংস্কৃতি হিসাবে কোন কিছুর নামকরণও করে থাকে। কানাইঘাট নামের উৎস সম্পর্কে বিবিধ স্থান ও ভাষার শব্দ আলোচিত হতে পারে। যেহেতু স্থানান্তরিত এবং পর্যটন হচ্ছে মানব সভ্যতার একটি   nature তাই কানাইঘাটে পৃথিবীর অন্যান্য দেশ বা অঞ্চলের মানুষের আসা-যাওয়াটা উড়িয়ে দেয়া যায় না। তাদের ভাষায় নাম রাখতে পারে। জনশ্রুতি আছে যে, বর্তমান কানাইঘাট বাজারের তীরবর্তী সুরমা নদীর ঘাটে কানাই নামাক একজন মাঝির নামানুসারে কানাইঘাট নামকরণ করা হয়। মতান্তরে কানাইঘাট উপজেলার মুলাগুল এলাকার কানাই চৌধুরী নামক জৈন্তা রাজ-দরবারের একজন প্রভাবশালী ব্যক্তির নামানুসারে কানাইঘাট উপজেলার নামকরণ করা হয়। আল্লাহ পাকই ভালো জানেন। যদি প্রত্নতাত্ত্বিকগণ আমাদের কানাইঘাটে নিয়ে আসা হয়, তাহলে হয়ত তারা বলবেন, এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরোনো। আজ থেকে বহু বহু বছর আগে কানাইঘাটের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না। খৃষ্টপূর্ব এত এত শতকে বর্তমানের সুরমা নদীর তীরে সু-সভ্য জনমানুষের বসতি ছিল। সম্ভবত বড় বড় ভূমিকম্প, বন্যা-প্লাবন আর নদী ভাঙ্গনের ফলে কোন সময়ে কানাইঘাটে ভূপ্রকৃতির বড় রকমের ওলট-পালট ঘটে। কানাইঘাটের যত মাঠ-ঘাট, নদী-নালা আর জনবসতি প্রভৃতি তার সবই প্রাকৃতিক কারণে বদলে গেছে ইত্যাদি ইত্যাদি। এখনও দেখা যায় সুরমা নদী পাড়ের জমি, ঘর-বাড়ি, গ্রাম, রাস্তা-ঘাট ভাঙ্গছে। আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে। হাজার হাজার বছর আগে থেকেই এই ভাবে চলে আসা ভাঙ্গা-গড়ায় মাটিচাপা পড়ে যায় এক একটি নগর-জনপদ। হয়ত মাটি খনন করে প্রাচীন নিদর্শনাবলী পাওয়া যাবে যদ্দারা বিশেষজ্ঞগণ ধারণা করতে পারবেন যে, এই স্থানটি এত হাজার বছরের পুরানো এবং ঐতিহাসিকগণ বলে দিবেন সুরমা নদী হয়ে অমুক জায়গার মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য চলত। কানাইঘাট নামের আরেকটি কিংবদন্তী রয়েছে। আর তা হচ্ছে কানাইঘাটের মূল উৎপত্তি স্থলে কানাই নামক একটি মন্দির ছিল যাকে কানাই মন্দির বলা হত এবং মন্দিরের পাশে খেয়াঘাট থাকার দরুন গোটা থানার নাম কানাইঘাট পড়ে যায়। 
লেখক:খাদিম,প্রকাশনা ও গবেষণা বিভাগ,জামেয়া আহলিয়া মুহসিনিয়া দারুল হাদীস সুরইঘাট।
চলবে.....
 (সূত্র. জেলা, উপজেলা ও নদ-নদীর নাম করণের ইতিহাস, সিলেট জেলা পর্ব, কানাইঘাট উপজেলা উইকিপিডিয়া, সাপ্তাহিক কানাইঘাটের ডাক ২০১৪ খ্রীষ্টাব্দ, শিণ ৬ষ্ঠ সংখ্যা ইত্যাদি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়