কানাইঘাট নিউজ ডেস্ক: থিও
ওয়ালকটের দারুণ হ্যাটট্রিকে সাউথ্যাম্পটনকে ৫-০ গোলে হারিয়ে এফএ কাপের
পঞ্চম রাউন্ডে উঠেছে আর্সেনাল। জোড়া গোল করেন ইংলিশ ফরোয়ার্ড ড্যানি
ওয়েলবেক।
পঞ্চদশ মিনিটে লুকাজ পেরেসের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন ওয়েলবেক। সাত মিনিট পর ডি-বক্সের মধ্যে থেকেই দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান ওয়ালকট। ৬৯তম মিনিটে আলেক্সিস সানচেসের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে আবারো লক্ষ্যভেদ করেন তিনি। আর ৮৪তম মিনিটে নীচু শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এই গোলেও অবদান ছিল চিলির স্ট্রাইকার
পঞ্চদশ মিনিটে লুকাজ পেরেসের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেন ওয়েলবেক। সাত মিনিট পর ডি-বক্সের মধ্যে থেকেই দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৩৬তম মিনিটে ব্যবধান বাড়ান ওয়ালকট। ৬৯তম মিনিটে আলেক্সিস সানচেসের বাড়ানো বল ডি-বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে আবারো লক্ষ্যভেদ করেন তিনি। আর ৮৪তম মিনিটে নীচু শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। এই গোলেও অবদান ছিল চিলির স্ট্রাইকার
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়