Tuesday, January 24

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসক নিহত

মহাখালীতে ট্রেনে কাটা পড়ে চিকিৎসক নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে ইফতেখার কাশেম (৫২) নামের এক চিকিৎসক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক রাশেদ রানা বলেন, আজ মঙ্গলবার দুপুর পৌনে একটার সময়ে মহাখালী আমতলী এলাকায় ডাউন লাইনে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে যাওয়া টঙ্গীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ডা. ইফতেখার কাশেম রাজধানীর গুলশান-১ নম্বরের পার্টনার ইন হেলথ অ্যান্ড ডেভোলাপমেন্ট নামের বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। তিনি মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিংয়ের চার নম্বর সড়কের ২৬০ নম্বর বাড়িতে বসবাস করতেন।
সূত্র:বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়