Sunday, January 1

নাটোরে বাস খাদে পড়ে নিহত ৪

নাটোরে বাস খাদে পড়ে নিহত ৪
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বাস খাদে পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান।

ওসি বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বগুড়া থেকে নাটোরগামী লিখন পরিবহনের বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত‌্যু হয়। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে ওসি।

নিহতরা হলেন- বাস মালিকের স্ত্রী সুলতানা বেগম (৩৫), ছেলে শাকিব (৭) ও মেয়ে ঐশি (৫) এবং বাস চালকের সহকারী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়