নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে মোটর সাইকেলের ধাক্কায় সলন বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে কানাইঘাট মোশাহিদ সেতুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সলন বেগম পৌরসভার শিবনগর(মাঝরকোপা) গ্রামের কুতুব উদ্দিনের বড় বোন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়,সলন বেগম শনিবার তার মেয়ের বাড়ি পৌরসভার বায়মপুর গ্রাম থেকে নিজ বাড়ির উদ্দ্যেশে রওয়ানা হওয়ার পথে মোশাহিদ সেতুর বাইপাস এলাকায় আসামাত্র একটি মোটর সাইকেল পথচারি সলন বেগমকে ধাক্কা দিয়ে সড়কের পাশে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ওই বৃদ্ধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার মৃত্যু হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়