কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)-এ আকর্ষণীয় বেতনে ১৯ জনের চাকুরির সুযোগ রয়েছে। এজন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করেছে কর্তৃপক্ষ।
যেসব পদে নিয়োগ দেয়া হবে: সহকারী ব্যবস্থাপক- ইলেকট্রিকাল পদে ৩ জন, মেকানিক্যাল ৫ জন, কেমিক্যাল ৪ জন, সিভিল ৩ জন এবং পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। কমপক্ষে দুইটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএসহ সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে পদগুলোতে আবেদন করা যাবে। শিক্ষাক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
সহকারী ব্যবস্থাপক- ভূতত্ত্ব বিষয়ে নিয়োগ পাবে ২ জন। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি ১ম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকা লাগবে। কোনো তৃতীয় বিভাগ থাকলে আবেদনের প্রয়োজন নেই।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে sgfl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ১৫ ডিসেম্বর ২০১৬ তারিখে। আগামী ৫ জানুয়ারী ২০১৭ তারিখ বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
--- সিলেটভিউ২৪ডটকম
--- সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়