Tuesday, December 6

জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে ৫ জনের মৃত্যু


কানাইঘাট নিউজ ডেস্ক: জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের মোহাইল গ্রামে বিষাক্ত পটকা মাছ খেয়ে ২ পরিবারের ২ শিশুসহ ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতরা হচ্ছেন মোহাইল গ্রামের আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান হোসেন (৩৫) ও লোকমান (৩০), সোলাইমানের দুই সন্তান রাহিন (৮) ও মনি (৭)। মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে চিকিৎসার জন্য সিলেট আনার পর বিকালে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়। অসুস্থ এক শিশুর মৃত্যু হয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর একজন মারা যান সিলেট আসার পথে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সোলাইমানের স্ত্রী মারুফা বেগম এবং তাদের আত্মীয় একই এলাকার বোরহান, জয়নাল, সাহাব ও রাজিয়াসহ পাঁচজন। স্থানীয়রা জানিয়েছেন বিষাক্ত পটকা মাছ দিয়ে ভাত খাওয়ার পর এ মৃত্যুর ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত রয়েছেন। তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এদিন দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোলাইমান ও তার পরিবারের সদস্যরা। পরে তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পর অবস্থার অবনতি হলে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে আনার পর মারা যান তার স্ত্রী ও দুই শিশু সন্তান। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবিরও বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো, আব্দুস সবুর মিয়া সিলেটভিউ২৪ডটকমকে বলেন, পটকা মাছে নিউরোটক্সিন নামের এক ধরনের বিষাক্ত উপাদান বিদ্যমান। এর কোন এন্ট্রিডোর নাই। তবে সাপোর্টিং হিসেবে আহতদের অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে। --সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়