নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির ৪৪ একর সরকারী ভূমি দখল করে সেখানে অবৈধ ভাবে একটি ভূমি খেকো চক্র জলাশয় সৃষ্টি করে গোচারন ভূমিতে মাছ চাষ নিয়ে এলাকার দুই পক্ষের মধ্যে গত শনিবার ভোর রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার পর মঙ্গলবার ভোর ৬টার দিকে এলাকার কয়েকটি গ্রামের শত শত মানুষ সরকারী জলাশয় ভূমি থেকে মাছ ধরে নিয়ে গেছে। বিক্ষুব্ধ এলাকার হাজারো মানুষ সরকারী জলাশয় ভূমি অবৈধ দখল মুক্ত করার লক্ষ্যে এলাকার গবাদি পশুর অবাধ বিচরনের সুবিধার্থে জলাশয়ের বাঁধ কাটার পাশাপাশি উন্মুক্ত ভাবে এলাকার সর্বস্তরের মানুষ মঙ্গলবার ভোর ৬টা থেকে ১২টা পর্যন্ত মাছ ধরায় মত্ত ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন লক্ষীপ্রসাদ ইউপির কুওরঘড়ি মৌজায় অবস্থিত সরকারী গোচারন ভূমির প্রায় ৪৪ একর জমি স্থানীয় দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের প্রভাবশালী ফারুক আহমদ গংরা দখল করে সেখানে বাঁধ দিয়ে জলাশয় সৃষ্টি করলে গত ২ বছর ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করে আসছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া গত বছর সরকারী গোচারন ভূমির জায়গা ফারুক গংদের কবল থেকে উদ্ধার করলে পুণরায় ফারুক গংরা সরকারী সম্পত্তি জবর দখল করে সেখানে বাঁধ দিয়ে জলাশয় সৃষ্টি করে। এ নিয়ে সরকারী গোচারন ভূমি উদ্ধার করার জন্য এলাকাবাসীর পক্ষে একপক্ষ বাদী হয়ে হাইকোর্টে রীট করেন। রীটের প্রেক্ষিতে সরকারী গোচারন ভূমি অবৈধ দখলমুক্ত করার জন্য সম্প্রতি উপজেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার পরও প্রশাসন সরকারী ভূমি উদ্ধার না করায় এলাকায় একপক্ষে উত্তর লক্ষীপ্রসাদ গ্রামের কামাল উদ্দিন গং ও দক্ষিণ লক্ষীপ্রসাদ গ্রামের ফারুক আহমদ গংদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। গত শনিবার ভোর রাতে কয়েকটি গ্রামের শত শত লোকজন সরকারী গোচারন ভূমি দখলমুক্ত করার জন্য জলাশয়ের বাঁধ কাটতে গেলে প্রতিপক্ষ ফারুক আহমদ গংরা বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধ শতাধিক লোকজন আহত হন। থানায় পাল্টাপাল্টি মামলা রেকর্ড করা হয়। এদিকে মঙ্গলবার এলাকার কয়েকটি গ্রামের শত শত সরকারী জলাশয় থেকে মাছ ধরে নেওয়ার ঘটনায় আবারো কানাইঘাট থানায় অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সরকারী জলাশয় ভূমির অবৈধ দখলদার ফারুক আহমদ পক্ষের নাজিম উদ্দিন বাদী হয়ে মাছ ধরার সাথে জড়িত প্রায় অর্ধশতাধিক লোকজনের নামে অভিযোগ দাখিল করেছেন। স্থানীয় এলাকার সচেতন মহল জানিয়েছেন সরকারী গোচারন ভূমি স্থানীয় প্রশাসন উদ্ধার না করে সরকারী সম্পত্তির দখল নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের মাধ্যমে লোকজনদের হয়রানীর ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উক্ত গোচারন ভূমি উদ্ধার ও দখল করা নিয়ে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় এলাকায় পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় এলাকার লোকজন জানিয়েছেন এ নিয়ে থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরকে কেন্দ্র করে দালাল চক্র মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে নিরীহ লোকজনদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়