Thursday, December 29

কানাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজিঃ ১৫৬৩/৯৩/৯৬) এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বের আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে সর্ব সম্মতিক্রমে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামানকে সভাপতি, সাউদগ্রাম সঃ প্রাঃ বিঃ এর প্রধান শিক্ষক আওলাদ হোসেনকে সিনিয়র সহ সভাপতি, আগফৌদ নারাইনপুর সরকারী পুরাতন প্রাঃ বিঃ এর প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমদ সহ সভাপতি, ছোটফৌদ সঃ প্রাঃ বিঃ এর প্রধান শিক্ষক আহমদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক, জয়পুর সঃ প্রাঃ বিঃ এর সহকারী শিক্ষক আবুল হাসনাতকে সাংগঠনিক সম্পাদক, ছত্রনগর সঃ প্রাঃ বিঃ সহকারী শিক্ষক আছিয়া বেগমকে মহিলা সম্পাদিকা করে উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়