নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সমিতি, ঢাকা-এর উদ্যোগে রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কানাইঘাট ডিগ্রি কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দুই হাজার রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাটের কৃতি সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোহাম্মদ তাহির। কানাইঘাট সমিতি ঢাকা-এর সভাপতি কানাইঘাটের কৃতি সন্তান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ এহসানে এলাহী খোকনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সেলিম উদ্দিনের পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের অন্যতম সদস্য সমাজসেবী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মামুন উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ কলেজের উপাধ্যক্ষ সামছুল আলম মামুন, কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কলেজ গভর্ণিং বডির সদস্য ডাঃ নাজমুল হক, ডাঃ মুফাজ্জিল হোসাইন। সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মামুন চৌধুরী, খায়রুল চৌধুরী প্রমুখ। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে খ্যাতিনামা চিকিৎসক ডাঃ মোহাম্মদ তাহির সহ বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকগণ দিনভর প্রায় দুই হাজার রোগীদের চিকিৎসা প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোহাম্মদ তাহির বলেন, দেশে চিকিৎসা সেবায় ডাক্তাররা আজ পয়সার পিছনে ছুটছেন। গ্রামে এসে এলাকার দরিদ্র মানুষের চিকিৎসা সেবা তারা করছে না। তারপরও ডাক্তারদের উপর মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি ডাক্তারদের আর্ত মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। সভাপতির বক্তব্যে সমিতির সভাপতি যুগ্ম সচিব এহসানে এলাহী খোকন বলেন, কানাইঘাট আজ আর পিছিয়ে নেই। সরকারের বিভিন্ন বিভাগে কানাইঘাটের সন্তানরা চাকুরী করছেন। কানাইঘাটের সন্তান শত শত ডাক্তার দেশ জুড়ে চিকিৎসা দিচ্ছেন। তাদের প্রেরণায় উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কানাইঘাট সমিতি ঢাকার উদ্যোগে বাস্তবায়ন করা হচ্ছে, ভবিষ্যতে আমরা মানুষের জন্য আরো ভালো কিছু করার চেষ্টা করব।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়