কানাইঘাট নিউজ ডেস্ক:
জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জেলার সবকটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালটবাক্সসহ নির্বাচনী সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে থেকে জেলার ১৫টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনী উপকরণ সামগ্রী ভোট কেন্দ্রে নিয়ে যান।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার আজিজুল ইসলামের তত্ত্বাবধানে সকল কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়। জেলার ১৩ উপজেলার ১৫টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়