Wednesday, December 28

কানাইঘাট পাবলিক হাই স্কুলে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে কানাইঘাট পাবলিক হাই স্কুলের পক্ষ থেকে বুধবার বেলা ২ টায় স্কুল মিলনায়তন কক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রহিম উদ্দীন ভরসার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেলাল আহমদের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত বিদায়ী নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া,ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ,পৌর আ’লীগের আহবায়ক মোঃ জামাল উদ্দিন,বাংলাদেশ শিক্ষক সমিতি কানাইঘাট শাখার সভাপতি ও বীরদল এম,এন একাডেমীর প্রধান শিক্ষক মোঃ জার উল্লাহ,চড়িপাড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মুজম্মিল আলী,বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার নজমুল ইসলাম,কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরােধ কমিটির সভাপতি মোঃ মুহ উদ্দীন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া,বড়দেশ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দীন প্রমূখ। অনুষ্টান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়