মো. হানিফ, জৈন্তাপুর:: সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষীপুর আমবাড়ি গ্রামে টিউবওয়েল খনন করতে গিয়ে বেরিয়ে আসছে ‘পকেট গ্যাস’। এ ঘটনায় এলাকায় আতঙ্ক থাকলেও সংশ্লিষ্টরা কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
সরেজমিনে জানা যায়, বুধবার আমবাড়ি গ্রামের মানিক মিয়া নিজের বাড়িতে টিউবওয়েল খনন কাজ শুরু করেন। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা যখন খনন কাজ শুরু করছিলেন, খনন করতে করতে ভ‚গর্ভের ১৩০ ফিট নীচে যাওয়ার পর খননকাজে ব্যবহৃত লোহার পাইপ বেরিয়ে আসে। এসময় আশপাশের মাটিও উপরের দিকে উঠতে থাকে। এতে করে সবার মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এদিকে এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটের হরিপুর গ্যাস ফিল্ড ডিজিএম প্রদীপ কুমার বিশ্বাস, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপক মাহমুদ হোসেন রব্বানী, সিলেট গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক সোহেল মাহমুদ চৌধুরী, সিলেট গ্যাস ফিল্ডের উপ-ব্যবস্থাপক ভ‚তত্ত¡বিদ ডা. মো. ফরহাদুজ্জামান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান।
পরে প্রদীপ কুমার বিশ্বাস বলেন, ‘টিউবওয়েল খননকালে মাটির নীচ থেকে পকেট গ্যাস বেরিয়েছে। ভূ-গর্ভের ১৫০ হতে ৪৫০ ফুট গভীরে কিংবা এর কম-বেশি গভীরে দেশের বিভিন্ন স্থানে পকেট গ্যাস পাওয়া যায়। আমার মতে, এখানে গ্যাসের তেমন কোন চাপ নেই। যদি বেশি রকম চাপ থাকত তাহলে পুরো এলাকায় ভূ-কম্পের সৃষ্টি হত। এ গ্যাস সাধারণত দুই থেকে সাত দিন পর্যন্ত বের হতে পারে।’
তিনি এলাকার জনসাধারণকে সতর্কতা হিসেবে টিউবওয়েল খননকাজের আশপাশে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া যেকোনো দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলের পাশে দুই দিনের জন্য গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে। -
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়