কানাইঘাট নিউজ ডেস্ক: রোববার
রাতে ভারতের দক্ষিণের রাজ্য তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী জয়ারাম জয়ললিতার
'হার্ট অ্যাটাক' হয়েছে। এরপর থেকেই চেন্নাইতে যে হাসপাতালে তাকে চিকিৎসা
দেয়া হচ্ছে, তার বাইরে জড়ো হতে শুরু করেছেন তার ভক্ত ও সমর্থকেরা।
চেন্নাই এর এ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ টুইটারে তার স্বাস্থ্য পরিস্থিতি
নিয়ে নিয়মিত আপডেট দিচ্ছে।
সর্বশেষ টুইট বার্তায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 'বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিরীক্ষা করছে, এবং তাকে সুস্থ করে তোলার জন্য তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন'।
এর আগে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জনগণের কাছে মূখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানায়। জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রনব মুখার্জী।
গত সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতার 'হার্ট অ্যাটাক' এর খবরে রাজ্য জুড়েই ব্যাপক ভীতি সঞ্চার হয়েছে। কারণ তার স্বাস্থ্যের আরো অবনতি হলে বা মৃত্যু হলে রাজ্য জুড়ে অস্থিতিশীলতা শুরু হবার আশংকা রয়েছে।
চেন্নাইতে হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভক্তদের কাছে আম্মা বা পুরাচ্চি থালাইভি, অর্থাৎ বিপ্লবী নেত্রী নামে পরিচিত ৬৮ বছর বয়সী জয়ললিতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সব সময়ই গোপনীয়তা রক্ষা করা হয়েছে।
সর্বশেষ টুইট বার্তায় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, 'বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য নিরীক্ষা করছে, এবং তাকে সুস্থ করে তোলার জন্য তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন'।
এর আগে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ জনগণের কাছে মূখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানায়। জয়ললিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রনব মুখার্জী।
গত সেপ্টেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন জয়ললিতার 'হার্ট অ্যাটাক' এর খবরে রাজ্য জুড়েই ব্যাপক ভীতি সঞ্চার হয়েছে। কারণ তার স্বাস্থ্যের আরো অবনতি হলে বা মৃত্যু হলে রাজ্য জুড়ে অস্থিতিশীলতা শুরু হবার আশংকা রয়েছে।
চেন্নাইতে হাসপাতাল এবং মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ভক্তদের কাছে আম্মা বা পুরাচ্চি থালাইভি, অর্থাৎ বিপ্লবী নেত্রী নামে পরিচিত ৬৮ বছর বয়সী জয়ললিতার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সব সময়ই গোপনীয়তা রক্ষা করা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়