নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে কানাইঘাট লেখক ফোরামের উদ্যেগে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের ছড়া ও কবিতা পাঠ। বৃহস্পতিবার বিকেল ৩ টায় কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো বিজয়ের ছড়া ও কবিতা পাঠের আয়োজন করা হয়। কানাইঘাট লেখক ফোরামের সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদের সভাপতিত্বে ও সদস্য তরুন কবি আল-মাহমুদের পরিচালনায় বিজয়ের ছড়া ও কবিতা পাঠে অথিতি হিসেবে অংশগ্রহণ করেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকমর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, সীমান্তিকের ম্যালেরিয়া প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ফোরামের সদস্য ও কানাইঘাট কমিউনিটি কাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুন নুর, আমিনুল ইসলাম, শাহিন আহমদ, ছাত্র নেতা আজমল হোসেন, ছমির উদ্দিন, আব্দুল্লাহ, ইয়াহইয়া ডালিম, শাহার মালিক, মারুফ আহমদ, শহিদুল্লাহ সিদ্দিকী, মারুফ আহমেদ, শাহীব আহমেদ, সুফিয়ান। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন প্রবাসী কবি সরওয়ার ফারুকী, কাহির আহমদ, মিঠুন চৌধুরী, রুমান হাফিজ, সোহেল আহমদ, এম.এম.ইউ শাকিল, জাবির মোস্তফা, আব্দুল হালিম। অনুষ্ঠানে শেষে বিজয়ের গান পরিবেশন করেন কন্ঠশিল্পী শামিম আহমেদ। বিজয়ের ছড়া ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া মুক্তিযোদ্ধের গৌরব গাঁথা ইতিহাস ঐতিহ্যের জনপদ কানাইঘাটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গন এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজন করায় তিনি উপজেলা লেখক ফোরাম এবং এর সাথে জড়িত উদীয়মান কবি ও সাহিত্যিকদের ভূয়ষী প্রশংসা করে বলেন, সমাজ থেকে অসুন্দরকে দূর করতে হলে এ ধরনের আয়োজন সব সময় করতে হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়