নিজস্ব প্রতিবেদক:
ফ্রেন্ডস্ ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)’র সূচনা কর্মসূচির আওতায় কানাইঘাট সদর ও ঝিঙ্গাবাড়ী ইউপির প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী ও পুরুষের মাঝে ছাগল, হাস-মোরগ, রিক্সা ভ্যান, মাছ ও সবজি বিক্রেতাদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া সূচনা প্রকল্পের আওতায় আর্থিক ভবে সাবলম্বী ও পুষ্টির চাহিদা মেঠাতে মোট ৮’শ জন দরিদ্রদের মধ্যে উক্ত সামগ্রী তুলে দেওয়ার কর্মসূচীর উদ্বোধন করেন। কানাইঘাট সদর ও ঝিঙ্গাবাড়ী ইউপির মোট ৮’শত পরিবারের মধ্যে ৩’শ ১টি পরিবারকে ২টি করে ছাগল, ৪০২টি পরিবারকে ২০টি করে মোরগ-মোরগী, ৩৯টি পরিবারকে হাঁস এবং লালন পালনের আনুষাজ্ঞিক মালামাল, খাবার ৭টি পরিবারকে রিক্সা ভ্যান, ৪টি মৎস্যজীবি পরিবার ও ৯জন সবজি ব্যবসায়ীকে জনপ্রতি ৮হাজার টাকা মূল্যের গৃহপালিত পশু সহ অন্যান্য মালামাল সূচনা প্রকল্পের আওতায় বিতরণ করা হয়। এসব মালামাল বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, এফআইভিডিবি সূচনা প্রকল্পের কর্মকর্তা উপজেলা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল হাফিজ চৌধুরী, কো-অর্ডিনেটর তৈয়ব আালী, উপজেলা কো-অর্ডিনেটর জালাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুমিন। সূচনা প্রকল্পের কর্মকর্তা আব্দুল হাফিজ চৌধুরী কানাইঘাট নিউজকে জানান মূলত দরিদ্র পরিবারগুলোর স্বচ্ছলতা ফিরিয়ে আনা ও তাদের পুষ্টির চাহিদা মেঠাতে বিনামূল্যে এসব মালামাল বিতরণ করা হয়েছে। এদের মধ্যে সিংহ ভাগ হচ্ছেন মহিলা, তাদের গ্রাম ভিত্তিক ভাবে আমরা মৌলিক প্রশিক্ষণ দিয়েছি ভবিষ্যতে যাতে করে তারা হাঁস মোরগ লালন পালন করে আর্থিক ভাবে স্বাবলম্বী হন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়