Friday, December 23

আলেপ্পোর বিজয় রাশিয়া-ইরানেরও: আসাদ

আলেপ্পোর বিজয় রাশিয়া-ইরানেরও: আসাদ
কানাইঘাট নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো শহর মুক্ত করা শুধু সিরিয়ার নয় বরং ইরান ও রাশিয়ারও বিজয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

দামেস্ক সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বাশার আসাদ আলেপ্পো মুক্তির প্রশংসা করে বলেন, ‘এই সফলতা সিরিয়ায় সন্ত্রাসবাদ অবসানের দিকে নিয়ে যাবে এবং চলমান যুদ্ধ বন্ধের সঠিক পরিবেশ তৈরি করবে।’

তিনি আরো বলেন, ‘আলেপ্পোর মুক্তি শুধু সন্ত্রাসীদের পরাজয় নয়; এ পরাজয় তাদের সমর্থক ও পৃষ্ঠপোষকদেরও।’

প্রায় ছয় বছর বিদ্রোহীদের দখলে ছিল আলেপ্পো শহর। গত বছর রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগিতায় এগিয়ে আসে। রাশিয়ার বিমান হামলার বদৌলতে পিছু হটতে শুরু করে বিদ্রোহীরা। গত সপ্তাহে পূর্ব আলেপ্পো থেকে সরে যাওয়ার ঘোষণা দেয় বিদ্রোহীরা। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়