Monday, December 5

'ঘুরে দাঁড়িয়ে শিরোপা বার্সেলোনাই জিতবে'

'ঘুরে দাঁড়িয়ে শিরোপা বার্সেলোনাই জিতবে'

কানাইঘাট নিউজ ডেস্ক: টানা তিন ম্যাচে পয়েন্ট হারানো বার্সেলোনা ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতবে বলে জানালেন জেরার্ড পিকে। গত শনিবার কাম্প নউয়ে লুইস সুয়ারেজের হেডে এগিয়ে যাওয়া বার্সেলোনা জয়ের খুব কাছে গিয়েও ড্র নিয়ে মাঠ ছাড়ে। ৯০তম মিনিটে সের্হিও রামোসের গোলে স্তব্ধ হয়ে গিয়েছিল বার্সার সমর্থকরা।

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত থাকা রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ২৮।

পয়েন্টের হিসেবে রিয়াল শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকলেও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনাই হবে বলে জানালেন পিকে।

'২০১৪-১৫ মৌসুমে লুইস এনরিকের অধীনে প্রথম বছরে আমরা একই রকম অবস্থায় ছিলাম। তারা দারুণ ফর্মে ছিল এবং ৪ পয়েন্টে এগিয়ে ছিল'।

সব কিছুই আমাদের ও আমরা যেভাবে ফুটবল খেলি তার উপর নির্ভর করছে। যদি আমরা নিজেদের খেলার ধরনে ফিরে যেতে পারি, (শনিবার) যার কিছুটা করেছিলাম, তাহলে আমরা অদম্য থাকবো এবং পরিস্থিতি পাল্টে দিতে পারবো।'

আমরা ঠিক পথে আছি, পুরোটা ম্যাচ আমরা লড়াই করেছি। আপনাকে শান্ত থাকতে হবে কারণ লম্বা পথ যেতে হবে। এর চেয়ে খারাপ পরিস্থিতিও আমি দেখেছি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়