নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থা আন্তঃইউনিয়ন ফুটবললীগ বর্ণাঢ্য আয়োজন আগামী ২৫ ডিসেম্বর উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ব্যাপক আয়োজন চলছে। উক্ত ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক জরুরী প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সাবেক ছাত্রনেতা তাজিম উদ্দিন, ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ এনামুল হক, সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুন নুর, ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন, জসীম উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের সাথে জড়িত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ ডিসেম্বর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ফুটবললীগ ডালাইচর গ্রাম সংলগ্ন উপজেলা স্টেডিয়ামে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করার জন্য পৃথক ৫টি খেলা পরিচালনা কমিটি গঠন করা হয়। ২৫ ডিসেম্বর বিকেল ৩টায় উদ্বোধনী খেলায় ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন পরিষদ বনাম ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টে শুভ উদ্বোধন করবেন সড়ক ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কানাইঘাটের কৃতি সন্তান মোঃ এহসানে এলাহী খোকন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়