নিজস্ব প্রতিবেদক:
আসন্ন সিলেট জেলা পরিষদের নির্বাচনে ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য প্রার্থী হিসাবে কানাইঘাটের সমাজসেবিকা নাজমা সুলতনা চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। কানাইঘাট সাতবাঁক ইউপির চরিপাড়া গ্রামের ব্যাংকার আব্দুল মালিক চৌধুরীর স্ত্রী, নাজমা সুলতানা চৌধুরীকে উক্ত সংরক্ষিত ওয়ার্ড থেকে নারী সদস্য পদে নির্বাচন করার জন্য ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি ও সচেতন মহল থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুরোধ করা হলে সকলের সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনে নারী সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে মনোনয়নপত্র দাখিলের পর থেকে সম্ভ্রান্ত পরিবারের সন্তান নাজমা সুলতানা চৌধুরী ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে উক্ত সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত ভোটারদের নিয়ে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন। নাজমা সুলতানা চৌধুরী জানিয়েছেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের স্বতস্ফুর্ত সমর্থন নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দলমত নির্বিশেষে সবাই তাকে সহযোগিতা করছেন। বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নাজমা সুলতানা জানান, তিনি উক্ত ওয়ার্ড থেকে নারী সদস্য পদে নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়