Tuesday, December 27

জেলা পরিষদ নির্বাচন ! কানাইঘাটে কোন ওয়ার্ডের ভোটকেন্দ্র কোথায়


নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই সিলেট জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। কেবল জনপ্রতিনিধিদের এই ভোটে সিলেটের ১৫ টি ওয়ার্ডের জন্য ১৫ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে এই ভোট কেন্দ্রগুলোতে পৌছানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি। জেনে নেওয়া যাক কানাইঘাটের ভোট কেন্দ্রগুলি কোথায়-

১৪নং ওয়ার্ডের ভোটকেন্দ্র গাছবাড়ী মডার্ণ একাডেমী (গাছবাড়ী, কানাইঘাট): এ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন জকিগঞ্জ উপজেলার বারহাল, বীরশ্রী, খলাছড়া ইউনিয়ন পরিষদ এবং কানাইঘাট উপজেলা ও পৌরসভাসহ দক্ষিণ বাণীগ্রাম, ঝিংগাবাড়ী, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা। 

১৫নং ওয়ার্ডের ভোটকেন্দ্র রায়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (কানাইঘাট): এ কেন্দ্রে ভোট দিবেন কানাইঘাট উপজেলার পশ্চিম লক্ষীপ্রসাদ, পূর্ব লক্ষীপ্রসাদ, কানাইঘাট, পূর্ব দিঘীরপাড়, সাতবাঁক, বড়চতুল ও চারিকাটা ইউনিয়নের জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়