নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি শ্রমিক নেতা প্রকৌশলী এজাজুল হক এজাজ বলেছেন বর্তমান সরকার শ্রমিকদের কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি শ্রমিক মেহনতি জনতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এ সরকারের আমলে হাজার হাজার শ্রমিকেরা তাদের কর্মসংস্থানের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি শ্রমিকলীগের সর্বস্তরের নেতাকর্মীদের দলকে সুসংগঠিত করার জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছেন। এজাজুল হক এজাজ রবিবার বিকেল ৪টায় ডাক বাংলো প্রাঙ্গনে কানাইঘাট উপজেলা জাতীয় শ্রমিকলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন কানাইঘাটে শ্রমিকলীগের কার্যক্রম শক্তিশালী করতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবী ধাওয়া বাস্তবায়নে শ্রমিকলীগের নেতৃবৃন্দকে কাজ করতে হবে। কানাইঘাটে কোন শ্রমিককে প্রশাসন কর্তৃক হয়রানী করা হলে শ্রমিকরা তা বরদাসত করবে না। প্রয়োজনে শ্রমিকলীগ শ্রমিকদের পাশে থেকে সব ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুকে দাঁড়াবে। উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার পরিচালনায় উক্ত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, আ’লীগ নেতা হোসেইন আহমদ। বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, সিলেট সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি মকবুল হোসেন, উপজেলা শ্রমিকলীগের সহসভাপতি আব্দুল কুদ্দুছ, নির্বাহী সম্পাদক জুনেদ হাসান জীবান, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, শ্রমিকলীগ নেতা কয়ছর আহমদ, শামীম আহমদ, নুর হোসেন, জসিম উদ্দিন, জিয়াদ, আফতাব উদ্দিন, মিলাদ আহমদ প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়