কানাইঘাট নিউজ ডেস্ক: বিশ্বে
জাহাজ দুর্ঘটনার কথা সামনে আসলেই চলে আসে টাইটানিকের কথা। প্রথম যাত্রাতেই
খুব মর্মান্তিক ভাবে ডুবে গিয়েছিলো জাহাজাটি। শত বছরেরও আগে ডুবে যাওয়া
জাহাজ সম্পর্কে মানুষের আগ্রহের শেষ নেই।
এবার একেবারে আসল টাইটানিকের আদলে একটি জাহাজ তৈরি করছে চীন। তাতে থাকবে বিশাল বলরুম, তাগড়াই ভাঁটি খানা, ঠিক যেমনটা টাইটানিক সিনেমাতে দেখা গিয়েছিল, অবিকল তেমনই।
এর দৈর্ঘ্য হবে ২৬৯ মিটার, প্রস্থে ২৮ মিটার। বলরুম, সুইমিং পুল, যেমন থাকছে শুধু আধুনিক পরিষেবা হিসেবে এতে যোগ হবে ওয়াই ফাই।
২০১৪ সালে টাইটানিকের আদলে এই জাহাজ তৈরির কথা প্রথমবারের জন্য ঘোষণা করে চীন। আনুমানিক ১৫০ বিলিয়ন ইউয়েন খরচ হওয়ার কথা এই জাহাজ তৈরির কাজে। তবে টাইটানিকের মত দেশ বিদেশে পাড়ি দেবেনা এই জাহাজ, নোঙর করা থাকবে সিচুয়ান প্রদেশের সৈকতে। এই জাহাজকে কেন্দ্র কয়েই কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হবে একটি থিমপার্ক।
পর্যটকরা যখন খুশি পর্দায় বা ইতিহাসের বইয়ে পড়া টাইটানিককে সামনা সামনি দেখতে পাবেন এখানে এলেই। হাজার রকমের বাজি ফাটিয়ে জাহাজের কাজ বৃহস্পতিবার শুরু করার পরেই জানিয়ে দেয়া হয়েছে, আনুমানিক ২ বছরের মধ্যেই এটি খুলে দেয়া হবে সাধারণ মানুষের জন্য।
সূত্র: ডেইলি মেইল
এবার একেবারে আসল টাইটানিকের আদলে একটি জাহাজ তৈরি করছে চীন। তাতে থাকবে বিশাল বলরুম, তাগড়াই ভাঁটি খানা, ঠিক যেমনটা টাইটানিক সিনেমাতে দেখা গিয়েছিল, অবিকল তেমনই।
এর দৈর্ঘ্য হবে ২৬৯ মিটার, প্রস্থে ২৮ মিটার। বলরুম, সুইমিং পুল, যেমন থাকছে শুধু আধুনিক পরিষেবা হিসেবে এতে যোগ হবে ওয়াই ফাই।
২০১৪ সালে টাইটানিকের আদলে এই জাহাজ তৈরির কথা প্রথমবারের জন্য ঘোষণা করে চীন। আনুমানিক ১৫০ বিলিয়ন ইউয়েন খরচ হওয়ার কথা এই জাহাজ তৈরির কাজে। তবে টাইটানিকের মত দেশ বিদেশে পাড়ি দেবেনা এই জাহাজ, নোঙর করা থাকবে সিচুয়ান প্রদেশের সৈকতে। এই জাহাজকে কেন্দ্র কয়েই কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হবে একটি থিমপার্ক।
পর্যটকরা যখন খুশি পর্দায় বা ইতিহাসের বইয়ে পড়া টাইটানিককে সামনা সামনি দেখতে পাবেন এখানে এলেই। হাজার রকমের বাজি ফাটিয়ে জাহাজের কাজ বৃহস্পতিবার শুরু করার পরেই জানিয়ে দেয়া হয়েছে, আনুমানিক ২ বছরের মধ্যেই এটি খুলে দেয়া হবে সাধারণ মানুষের জন্য।
সূত্র: ডেইলি মেইল
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়